“বেঙ্গলী অ্যাসোসিয়েশন” ,
ঝাড়খণ্ড এর ধানবাদ অঞ্চলের সমস্ত শাখাসমূহের পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩০ সালের উদযাপন উপলক্ষ্যে ২৩ শে এপ্রিল ,২০২৩ এর
সন্ধ্যায় হীরাপুর ধানবাদ অবস্থিত লিন্ডসে ক্লাবের নাট্যমঞ্চে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন পশ্চিম বাংলার জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কবি মিলি দাস।
যার কলম এর জন্য নিজের রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্য এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে নিয়মিত আমন্ত্রণ পেয়ে থাকেন।
এদিন কবি মিলির সম্পর্কে বহু অজানা তথ্য এবং তার দেশে বিদেশে কাব্যিক প্রতিভার যে উন্মোচন ঘটেছে এ বিষয়ে সুন্দর বক্তব্য রাখেন
শ্রীমতি কাকলী সেনগুপ্ত এবং সুদূর বাংলার মেয়ের সঙ্গে ধানবাদের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষদেরকে পরিচয় করিয়ে দেন।
তার পরেই ধানবাদের বেঙ্গলী অ্যাসোসিয়েশন এর কর্ণধার কবি ও লেখক তপন রায় সহ প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মিলি।
কবিতা ও কথায় এক সুন্দর মুহুর্তের স্বর্ণালী সন্ধ্যায় মুগ্ধ করেন সকলকে। কবি তপন রায় সহ বেঙ্গলী অ্যাসোসিয়েশন এর সমস্ত অধিবাসীবৃন্দ তাঁকে স্মারক সম্মাননা দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত বোধ করেন।
এরপর ধানবাদ এর লেখক তপন রায়-এর লেখা একটি নাটক ( যার নাম নববর্ষ ) এই নাটকের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।
এই নাটকের বিষয়বস্তু ছিল নববর্ষ কী এবং এর উৎপত্তি কিভাবে শুরু হয়?
নাচ, গান, কবিতাপাঠ ও আবৃত্তিতে এক মনোরম মুগ্ধ পরিবেশে তৈরি হয়।
Add Comment