NATIONAL NEWS

গত ২৭ মে, ২০২৩ তারিখ এ ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল সোসাইটির ২০২৩ – ২০২৪ বর্ষের জন্য ৭ জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠিত হল

FacebookWhatsAppTelegramLinkedInXPrintCopy LinkGoogle TranslateGmailThreadsShare

গত ২৭ মে, ২০২৩ তারিখ এ ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল সোসাইটির ২০২৩ – ২০২৪ বর্ষের জন্য ৭ জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠিত হল।
কলকাতা ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল সোসাইটি (রেজিস্ট্রেশন নং – S/1L / 12522 / 2004 দীর্ঘ ১৮ বছর ধরে সমাজসেবামূলক কাজ এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে ।
কমিটির সভাপতি – বিশ্ববরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, কার্য্যকরী সভাপতি – শল্য চিকিৎসক ডাঃ দিলীপ চন্দ্র মুখার্জী , সহ -সভাপতি – কবি ডঃ মৃণালকান্তি সাহা, সম্পাদক – কবি ও সাহিত্যিক মহিবুর রহমান, কোষাধ্যক্ষ – হাই কোর্টের আইনজীবী হারুন অল রসিদ এবং সদস্য কবি মিলি দাস ও সাংবাদিক সুরশ্রী রায়চোধুরী। মুখ্য উপদেষ্টা ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জহর মজুমদার। উপদেষ্টা কমিটিতে আছেন বিশিষ্ট কবি শ্যামলকান্তি দাশ, কবি ডঃ কৃষ্ণা বসু, প্রাক্তন আই. পি. এস ও লেখক ডঃ তপন চট্টোপাধ্যায়, প্রাক্তন আই. পি. এস ও লেখক ডঃ নজরুল ইসলাম, কবি ও লেখক সৈয়দ হাসমত জালাল,
দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চরুলিয়া সম্পাদিকা সোনালী কাজী, কবি ও নাট্যকার সৌমিত বসু, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, গাইনোকলোজিস্ট ডাঃ আফতাবুদ্দিন মন্ডল, সুপ্রীম কোর্টের আইনজীবী রবীন মজুমদার, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের (পূর্ব বর্ধমান) অধ্যক্ষ রাকেশ মুখার্জী, সমাজসেবিকা সুপ্তি পান্ডে, সমাজসেবক মৃগাঙ্ক ব্যানার্জি, সংগীত শিল্পী পন্ডিত সুভাষ সিংহ রায় এবং প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়। সম্পাদক মহিবুর রহমান বলেন সোসাইটি গঠন হ‌ওয়ার পর প্রতি বছর আমাকে সম্পাদক পদে নির্বাচিত করা হয়। পুনরায় আমাকে নির্বাচিত করা হল। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সোসাইটিকে ঠিকভাবে পরিচালনা করার। আপনারা সকলে আমাকে সহযোগিতা করলে আশা করি আর‌ও ভালোভাবে পরিচালনা করতে পারবো। সম্পাদক মহিবুর রহমান কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

FacebookWhatsAppTelegramLinkedInXPrintCopy LinkGoogle TranslateGmailThreadsShare

About the author

THE INTERNAL NEWS

Add Comment

Click here to post a comment

error: Content is protected !!